১৯৭১ এ বাঙালি হিন্দুদের গণহত্যা করেছিল পাকসেনা, প্রস্তাব আনল মার্কিন হাউজ

আমাদের ভারত, ১৭ অক্টোবর:
১৯৭১ এর যুদ্ধে পাকিস্তানের সেনা বাংলাদেশে বাঙালি ও হিন্দুদের গণহত্যা করেছিল এই মর্মে প্রস্তাব পেশ হল আমেরিকান হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে।

এই প্রস্তাবের সপক্ষে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই প্রয়াস চলছিল। কিন্তু এই প্রথম তা প্রকাশ্যে প্রস্তাব আকারে আমেরিকার পার্লামেন্টে পেশ করা হল। শুক্রবার প্রতিনিধি সভায় প্রস্তাবটি উত্থাপন করেন দুই কংগ্রেস সদস্য। রো খন্না এবং স্টিভ চ্যবট। প্রস্তাবে বলা হয়েছে ৭১-র যুদ্ধে পাকসেনার কৃতকর্মের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।

তারপরেই এই বিষয়ে টুইট করেন স্টিভ। তাতে লেখেন ৭১–র বাংলাদেশ গণহত্যাকে ভুলে গেলে চলবে না। ওহিয়োর ফার্স্ট ডিস্ট্রিক্টে আমার হিন্দু ভোটদাতাদের সাহায্য নিয়ে রো খান্নার সঙ্গে আমি প্রস্তাব উত্থাপন করেছি, যে সেইসময় পাকসেনা কর্তৃক বাঙালি এবং হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল।

আরও পড়ুন
হিন্দুদের অনিশ্চয়তা নিয়ে স্বামী প্রণবানন্দের উক্তি-সহ তথাগতের টুইট

একইভাবে টুইট করেছেন রিপাবলিকান রো খন্নাও। বাংলাদেশের ৭১–এর ওই ঘটনাকে বিস্তৃত গণহত্যা বলে অভিহিত করে তিনি লিখেছেন, এ ব্যাপারে স্টিভের সঙ্গী হতে পেরে আমি গর্বিত। তিনি টুইটারে লেখেন, বিস্মৃত সেই গণহত্যার জেরে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু হয় মৃত্যুমুখে পতিত হয়েছিলেন কিংবা ভিটে হারা হয়েছিল।

প্রস্তাবে আরো বলা হয়েছে, ১৯৭১ এর ২৮ মার্চ ঢাকার আমেরিকার কনসাল জেনারেল আর্চার ব্লাড ঘটনা প্রবাহকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক গত মাসে আহ্বান জানিয়েছিলেন, নিরস্ত্র বাঙালির ওপর পাকসেনার ভয়াবহ অত্যাচার এবং নির্মম অত্যাচারকে গণহত্যার তকমা দিতে এগিয়ে আসুক আন্তর্জাতিক সমাজ। ২৫ মার্চ দিনটিকে, বাংলাদেশ জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *