গোপাল রায়, আরামবাগ, ৩১ মার্চ: আরামবাগের বেশ কিছু ব্যক্তি অসহায় মানুষদের মধ্যে চাল, ডাল,তেল ,আলু সহ অন্যান্য দ্রব্য বিতরণ করলেন। মঙ্গলবার তাঁরা প্রায় চারশো ভিক্ষুক, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, রিক্সা ও ভ্যান চালক দিন মজুর, ভবঘুরেদের জিনিসপত্র বিতরণ করলেন।
এদিন আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে এক এক করে প্রয়োজনীয় জিনিসপত্র বিলি করলেন। হাজির ছিলেন আরামবাগ পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী। তিনিও সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী বলেন, আমার বেশ কিছু বন্ধু বান্ধব মিলে সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। বন্ধুদের এই উদ্যোগে আমিও যোগদান করেছি। উদ্যোক্তা রাজ ট্রান্সপোর্টের মালিক শেখ কুতুব উদ্দিন বলেন, এই লক ডাউনের জেরে অসহায় মানুষ খেতে পারছে না। তাদের কথা মাথায় রেখে আমি এবং আমার কিছু বন্ধু মিলে আমাদের সঞ্চয় করা টাকা দিয়ে আজ আমরা ৪০০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম।