আরামবাগে ১৯ জন করোনা পজিটিভ, আক্রান্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও অফিসের কর্মচারী

গোপাল রায়, আরামবাগ, ১৯ জুলাই: আরামবাগ মহকুমা জুড়ে ১৯জন করনা আক্রান্ত। গোঘাট১ নম্বর ব্লকের গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও অফিসের বেশ কয়েকজন কর্মী সহ একাধিক আধিকারিকের পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছে। মোট ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে শুরু হচ্ছে ফের লকডাউন।

জানা গেছে, যে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি করো না আক্রান্ত হয়েছেন তিনি হুগলি জেলার বন উৎসবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া, কয়েকদিন আগে এক নম্বর পঞ্চায়েত সমিতিতে দলবদল এর অনুষ্ঠান গিয়েছিলেন তিনি। বেশ কয়েকজনকে বিজেপি থেকে লোকনের হাতে পতাকা তুলে দিয়েছিলেন। জানাগেছে, তৃণমূলের একাধিক নেতা, কর্মী ও সরকারি আধিকারিক, কর্মচারীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরফলে রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে করোনা আবহের কারনে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। তার‌ই সাথে পুলিশের পক্ষ থেকে রাস্তায় নেমে চলছে এলাকার মানুষকে সচেতন করা। করোনা জেরে আরামবাগে আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটা থেকে লকডাউন শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *