
গোপাল রায়, আরামবাগ, ৬ জুন: আরামবগে ফের তৃণমূলের ভাঙ্গন। বিজেপিতে যোগদান অব্যাহত। শনিবার তৃণমূল থেকে থেকে আবারও বিজেপিতে যোগদান করলেন বেশ কিছু মানুষ।
শুক্রবার খানাকুলে ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার একদিন পর আজ গোঘাট-২ ব্লকের বেঙ্গাই অঞ্চলের ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদিলেন। আজ আরামবাগ গৌরহাটি মোড় এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল থেকে ছেড়ে চলে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা সুমন তেওয়ারি সহ আরও অনেকে।
তৃণমূল কর্মী সর্মথকরা জানিয়েছেন, আমরা দীর্ঘ বছর ধরে দল করে আসছি। দলে থেকে কোনও সম্মান পাচ্ছিলাম না । নেতাদের তোলাবাজি, দুর্নীতি ও খারাপ ব্যবহার দেখে আমরা বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিয়েছি। এবার থেকে বিজেপির হয়ে সক্রিয় ভাবে কাজ করব।