আরামবাগে শুরু হয়ে গেল পুরভোটের প্রচারে বিজেপির দেয়াল লিখন

আমাদের ভারত, আরামবাগ, ২৪ জানুয়ারি: আসন্ন পুরভোটের জন্য দেয়াল লিখন শুরু করে দিল বিজেপি। শুধু দেওয়াল লিখন নয়, ভোটের অনেক আগে থাকতেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি।

আসন্ন পুরভোটের দিকে তাকিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। রং তুলি  হাতে নেমে পড়েছেন  বিজেপির কর্মীসর্মথকরা। প্রথমে ৪ নম্বর ওয়ার্ডে দেয়াল লিখনের কাজ শুরু করে। এরপরইশুরু হয়ে যায় আরামবাগ পৌরসভা জুড়ে দেয়াল লিখন। আরামবাগের বিভিন্ন এলাকায় দেয়াল লিখন চলছে জোরকদমে। আজ শুক্রবার দুপুরে আরামবাগ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে হয় দেয়াল লিখন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের পাশাপাশি ভোট প্রচার করেন।

বিজেপির নেতা সুমন তেওয়ারি বলেন, আরামবাগ পুরসভার ১৯টি ওয়ার্ড আছে আজ দেয়াল লিখন হবে। আমাদের একটাই লক্ষ্য পৌরভোটে আমরা জিতব আমরাই পৌরবোর্ড গঠন করব। আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিটা মানুষের হৃদয়ে মধ্যে চলে এসেছে এবং মানুষ আমাদের জেতাবে। জেতার ব্যাপারে একশোতে একশো আশাবাদী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here