আরামবাগে হনুমানের আতঙ্কে অতিষ্ঠ এলাকার মানুষ

গোপাল রায়, আরামবাগ, ৬ মে: একদিকে যখন লকডাউনের জেরে মানুষ গৃহবন্দী ঠিক সেই সময় আরামবাগের বিভিন্ন এলাকায় হনুমানের দাপাদাপি চলছে দিনভর। হনুমানের দাপটে অতিষ্ট এলাকার মানুষ।

আরামবাগ শহরের সিংপাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরে ৪ থেকে পাঁচটি হনুমানের দল ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি দলে প্রায় ৩০টি হনুমান রয়েছে। তাদের তাণ্ডবের জেরে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী। এলাকার সমস্ত গাছের ফল মূল খেয়ে নষ্ট করছে।

এমনিতেই লকডাউনে মানুষ গৃহবন্দী তারওপর হনুমানের ভয় আতঙ্কিত হয়ে বিশেষ কোনো প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছে না বেশিরভাগ সময়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকছে। এমনকি বীর হনুমানের দেখা মিলেছে ওই হনুমানের দলে। সঙ্গিনী দখল নিয়ে তাদের মধ্যে ব্যাপক মারামারি হচ্ছে। ঘর থেকে কাউকে বের হতে দেখলে তার পিছু ধাওয়া করছে।নজর এড়ালেই সামনেই হনুমানের খপ্পড়ে পড়তে হচ্ছে। এলাকায় বাচ্চাদের খুব সতর্ক ভাবে রাখতে হচ্ছে, তা না হলে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এই পরিস্থিতিতে এলাকাবাসীদের অনুরোধ প্রশাসনের পক্ষ থেকে ও বনদপ্তর যাতে কোনও ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *