
আমাদের ভারত, বারুইপুর, ২ মার্চ: দুই পক্ষ কয়েদির মধ্যে মারামারির ফলে উত্তেজনা ছড়াল বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। সোমবার বিকেলে সংশোধনাগারে নাম ডাকার সময় অশান্তির সুত্রপাত। সেই অশান্তিকে কেন্দ্র করে দুই পক্ষ কয়েদির মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ইট পাটকেল ছোড়াছুঁড়ি হয়। অশান্তি থামাতে গিয়ে কয়েদিদের ইটের আঘাতে মাথা ফাটে সাব জেলার শ্যামল ভট্টাচার্যের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।
জানাগেছে, ভিতরে চলছে ব্যাপক ভাঙ্গচুর। বাইরে থেকে প্রচুর পুলিশ এলেও এখনও তারা ভিতর ঢুকতে পারেনি। ভেতর থেকে বাইরের দিকে ছোড়া হচ্ছে পাথর। ঘটনাস্থলে এসেছে বারুইপুর পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বারুইপুর সংশোধনাগার এর ঘটনাটি নজরে এসেছে। সাজাপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের ভিতর কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে গোলমাল হযেছে বলে প্রাথমিক ভাবে জেনেছি। তা থামাতে গিয়ে আহত হয়েছেন একজন কারারক্ষী। এর আগেও একবার গোলমাল হযেছিল। বিষয়টি তদন্ত করে দেখতে বলা হযেছে। প্রয়োজনে সংশোধনাগারের সকলের মতামত নেওয়া হবে।