করোনা পরিস্থিতিতে বিটি রোডে নমাজ পড়া বন্ধ রাখলো প্রশাসন

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ মে: করোনা পরিস্থিতিতে ঈদের দিন বিটি রোডে নমাজ পড়া বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন মসজিদে এক এক বারে ২০ থেকে ৫০ জনকে নমাজ পড়তে দেওয়া হবে বলে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ব্যারাকপুর শিল্পাঞ্চলে করোনা মারাত্মক আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে আগামী দিনে করোনা সচেতনতা বিধি মেনে ও সামাজিক দূরত্ব মেনে কি ভাবে ঈদ পালন হবে তাই নিয়ে সোমবার আলোচনায় বসেন টিটাগর থানার আধিকারিক অনিমেষ সিংহ রায়। এই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম, মোহনপুর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর ও শিউলির পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক ও টিটাগরের পৌর প্রশাসকসহ প্রশাসনের আন্যান আধিকারিকরা।

বৈঠক শেষে ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস জানান, “ঈদ পালিত হবে কিন্তু প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি বছর বিটি রোডে যে নমাজ পড়া হতো, সেটা এবার বন্ধ থাকবে। আর ব্যারাকপুর ও টিটাগরের সমস্ত মসজিদে একবারে ২০ থেকে ৫০ জন করে নমাজ পরতে পারবে। প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরাও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *