ধনেখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা দুধের গাড়ির, নিহত মা ও ছেলে

আমাদের ভারত, হুগলী, ৩০ মে: ইলেকট্রিক পোষ্টে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় মা ও ছেলেকে পিষে দিল একটি দুধের গাড়ি। ঘটনা গতকাল রাতে হুগলীর ধনিয়াখালি থানার বেলমুড়ি এলাকার। কিছুটা দূরে গিয়ে আরো কয়েকজনকে ধাক্কা মারে ওই গাড়িটি। পরে কিছু দূরে গাড়িটিকে ধরে ফেলে স্থানীয়রা। উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ধনিয়াখালি থানার বেলমুড়ি গোলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোষ্টে ধাক্কা মারে একটি দুধের গাড়ি। সঙ্গে সঙ্গে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভয়ে গাড়ি নিয়ে দ্রুত গতিতে ধনিয়াখালির দিকে যাবার সময় বেলমুড়ি এলাকায় তিনজনকে ধাক্কা মারে ওই ঘাতক গাড়ি। বাজার করে ফেরার পথে বাড়ির সামনে রাস্তার ধারে দাড়িয়েছিল মা ও ছেলে, তাদের পিষে দেয় ওই গাড়িটি। ঘটনাস্থলেই প্রান হারান দুজনে। মৃত মা কল্পনা বাউল দাস(৬০) এবং ছেলে বাপন বাউল দাস (১৯)। সেখান থেকে আবারও দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় কিছুটা দূরে একজনকে ধাক্কা মারে। তারপর কিছুটা দূরে গাড়িটিকে ধরে ফেলে স্থানীয়রা। গাড়ির চালককে মারধর করে উত্তেজিত জনতা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মৃত দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এছাড়া আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here