আশিস মণ্ডল, সিউড়ি, ৩ ডিসেম্বর: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক মুসলমান সম্প্রদায়ের যুবক। বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে ভারতীয় জনতা পার্টির শহর কার্যালয়ে মুসলিম যুবকদের হতে দলীয় পতাকা তুলে দেন যুব মোর্চার রাজ্য সম্পাদক অনুপ কুমার সাহা। উপস্থিত ছিলেন যুব মোর্চার বীরভূম জেলার সহ-সভাপতি গোপাল ঘোষ, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই।
দলের খয়রাশোল (বি) ব্লকের দায়িত্ব প্রাপ্ত যুব নেতা শেখ জাইনুল খান ও শেখ সৈয়দের নেতৃত্বে এদিন সংখ্যালঘু যুবকরা বিজেপিতে যোগদান করেন বলে জানান গোপালবাবু। তিনি বলেন, “আমাদের লক্ষ্য বিধানসভা নির্বাচন। দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে আমরা সংগঠন বাড়িয়ে চলেছি। সংখ্যালঘু মানুষ আমাদের দলে যোগদান করে বুঝিয়ে দিয়েছেন বিজেপি সাম্প্রদায়িক দল নয়। আমরা আরও সংখ্যালঘু মানুষদের বুঝিয়ে দলে টানব”।