
আমাদের ভারত, ৩০ মার্চ : করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের ২২টি জেলায় ২২টি ডেডিকেটেড করোনা হাসপাতাল তৈরি করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন।
কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রতিটি জেলায় একটি করে হাসপাতাল তৈরি করা হবে। ইতিমধ্যেই এই উদ্দেশ্যে সব জেলা প্রশাসন ও সি এম ও এইচ অর্থাৎ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ পাঠানো হয়েছে। রিপোর্টে জানতে চাওয়া হয়েছে সেখানকার কোন হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা প্রয়োজন? এই বিষয়ে একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
জেলা প্রশাসনকেই দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতাল নির্বাচিত করার। সেইসঙ্গে হাসপাতালে বেডের সংখ্যা, চিকিৎসার যন্ত্রপাতি এবং কতজন চিকিৎসক-নার্স কর্মীর দরকার তারও একটি রিপোর্ট পাঠাতে হবে জেলা প্রশাসনকে স্বাস্থ্য ভবনে।
স্বাস্থ্য অধিকর্তারা জানিয়েছেন, সরকার আগাম সর্তকতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, সব জেলার কাছে তথ্য চেয়ে পাঠানো হয়েছে যে জেলার কোন হাসপাতালকে তারা করোনা হাসপাতাল করতে চান তা জানতে চাওয়া হয়েছে।