মেদিনীপুর কুইজ কেন্দ্রের চতুর্থ ইন হাউস ব্লাড ডোনেশন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুন: মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ চতুর্থ ইন হাউস ব্লাড ডোনেশন করা হল কাঁথি ব্লাড ব্যাঙ্কে। সংগঠনের পক্ষ থেকে টার্গেট রাখা হয়েছিল ১০ জন রক্তদাতার। আজকে যাঁরা এই মহতি উদ্যোগের মাধ্যমে রক্তদান করলেন, তাঁরা হলেন ব্যবসায়ী স্বপন মাইতি, শিক্ষক সৌমিত্র সামন্ত, প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নয়নরাজ দাস এবং শীতল প্রসাদ মাইতি আরো অনেকে। অনুষ্ঠানে সহযোগিতা করেন সংগঠনের দুই মহিলা সদস্যা শিক্ষিকা মৌমিতা মিশ্র ও নীলিমা ভুঁইঞা।

প্রত্যেক রক্তদাতাকে সংগঠনের তরফ থেকে বছরব্যাপী সবুজায়ণ উদ্যোগের সঙ্গে মিল রেখে একটি করে উচ্চ ফলনশীল পেয়ারা গাছের চারা দেওয়া হয়। কাঁথি ব্লাড ব্যাঙ্কের যেসব কর্মীরা আজকের রক্তান সফল হতে সহায়তা করলেন তাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী দিনে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই ধরনের ইন হাউস ব্লাড ডোনেশন চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *