ভারতে করোনা আটকাতে ২১ দিন যথেষ্ট নয়, প্রয়োজন অন্তত ৬৩ দিনের লক ডাউন, বলছেন গবেষকরা

আমাদের ভারত, ২৯ মার্চ : করোনা ভাইরাস প্রতিরোধ করতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত সংক্রমণ এড়াতে গোটা দুনিয়াজুড়ে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সব দেশে। কিন্তু মাত্র ২১ দিন লকডাউন করে করোনা আটকানো যাবে না ভারতে, বলে মনে করছেন একদল গবেষক।

সারাবিশ্বে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষের। আক্রান্তের সংখ্যা ৬ লাখের ওপরে। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সাইন্স ও ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ জানিয়েছে টানা লকডাউন ও মাঝে মাঝে তা শিথিল করলে কমতে পারে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা। তাদের অনুমান ভারতের এই তিন সপ্তাহের লকডাউনের সিদ্ধান্তে খুব ভালো ফল নাও আসতে পারে।

ওই দুটি সংস্থার গবেষকদের মতে তিন সপ্তাহ অর্থাৎ ২১ দিনের পর ৫ দিন ছাড় দেওয়া যেতে পারে। তারপর আবার ২৮ দিন লকডাউন করতে হবে। তারপর আবার বিরতি। আবার ১৪ দিনের লকডাউন। সবমিলিয়ে ৬৩ দিনের লকডাউন যাওয়া উচিত বলে মত তাদের।

ওই গবেষকদের স্পষ্ট কথা তিন সপ্তাহের লকডাউন মোটেই যথেষ্ট নয়। বিরতি দিয়ে লকডাউন করলে সংক্রমণ ছড়ানোর গতিবেগ কমবে। আর এর ফলে ব্যক্তির থেকে ব্যক্তির মধ্যে সংক্রমণ ছড়ানোর চেন ভেঙে ফেলাও সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *