এবার যাদবপুরে মিলল ৫টি কুকুরের মৃতদেহ, বিষ প্রয়োগ করে খুনের অভিযোগ

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৫ ডিসেম্বর: ফের শহরে সামনে এলো কুকুরের উপর নৃশংস অত্যাচারের ঘটনা। এনআরএস নেতাজি নগরের পর এবারের সাম্প্রতিকতম সংযোজন–ঘটনাস্থল যাদবপুর। এই এলাকায় উপেন্দ্র বিশ্বাস সারণিতে পাঁচটি কুকুরকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকারই এক বাসিন্দা।

পার্থ ঘোষ নামে ওই বাসিন্দা পুলিশের কাছে দাবি করেছেন, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফেরার সময় তিনি দেখেন, ওই রাস্তায় পরপর পাঁচটি কুকুর মরে পড়ে রয়েছে। একটি কুকুর ওই জায়গায় বসে রয়েছে। সম্ববত, সে মৃত কুকুরছানাগুলির মা। বিষয়টি দেখেই অস্বাভাবিক মনে হয়েছিল তার। সোজা গিয়ে তিনি যাদবপুর থানায় অভিযোগ করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

সাম্প্রতিককালে একের পর এক কুকুরের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এনআরএসে ১৬টি কুকুর শাবক’কে পিটিয়ে মেরে ফেলা হোক অথবা নেতাজি নগরে টিনের ঘরে ৬টি কুকুরকে বিদ্যুৎপৃষ্ট করার ঘটনা। প্রয়োজন পড়লে মানুষ যে পশুদের উপরেও কত নৃশংস হতে পারে, তার যেন ফের নমুনা পাওয়া গেল বুধবার সন্ধ্যায়। কেন কুকুরগুলোকে হত্যা করা হল, সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here