পুরুলিয়ার কাশীপুরে তৃণমূলে ভাঙন, দুই নেতা সহ ৪৩ পরিবারের বিজেপিতে যোগ

সাথী দাস, পুরুলিয়া, ২০ নভেম্বর: দলের ব্লক নেতৃত্বের কাজে ক্ষুন্ন হয়ে তৃণমূল ছাড়ছেন প্রাক্তন স্থানীয় নেতা, কর্মী ও সমর্থক পরিবার। পুরুলিয়ার কাশীপুরে এমনই ঘটনা ঘটল আজ। কাশীপুর ব্লকের সোনাইজুরি অঞ্চলে বিজেপির এক কর্মসূচিতে তৃণমূলের  ক্ষুব্ধরা পদ্ম শিবিরে যোগ দেন।

আজ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিজেপির অঞ্চল কর্মী সম্মেলন হয়। অনুষ্ঠানের শুরুর দিকে সেখানেই এই যোগদান পর্ব হয়। সোনাইজুরি অঞ্চলের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি তুষার কান্তি মন্ডল এবং বুথের সম্পাদক সুরেশ বাউরির নেতৃত্বে ৪৩ টি পরিবার বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সহ-সভানেত্রী গৌরী সিং সর্দার, সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিজেপির এস টি মোর্চার রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার, ব্লক আহ্বয়ক বসন্ত পট্টনায়ক, স্থানীয় মন্ডল সভাপতি জয়ন্ত গোস্বামী প্রমূখ।

বিজেপিতে যোগ দিয়ে তুষার কান্তি মন্ডল, সুরেশ বাউরি বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূল করছি। এখন গরিবদের নয়, বড় লোকের দল হয়েছে। ১০০ দিনের টাকা ভাগাভাগি করে নিচ্ছে কিছু নেতা। আমরা গরিব মানুষের প্রতিনিধি হয়ে তাঁদের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দিলাম।”

বিজেপি মহিলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জি বলেন, “আমাদের নেতা তথা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *