
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ মার্চ: কলকাতায় করোনা ভাইরাস আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির খোঁজ মিলল। এরফলে ফের করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ালো কলকাতায়।
বেলেঘাটা নাইসেড সূত্রের খবর, কলকাতার বালিগঞ্জের বাসিন্দা এক তরুণের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। বেশ কিছুদিন অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন। এরপর তাঁর জ্বর, সর্দি, কাশি হওয়ায় বেলেঘাটা আইডিতে যান। সূত্রের খবর, করোনা ভাইরাসের নমুনা পাওয়ার পর ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেলেঘাটা হাসপাতাল কর্তৃপক্ষ এই খবর নিয়ে কোন কথা বলেনি। ওই পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতার এক তরুণী বিদেশ থেকে আসার পর তার খোঁজ নেই। তাকে নিয়ে প্রশাসনের ঘুম ছুটেছে।