
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২২ মার্চ: শুধু নিজে নন, বালিগঞ্জের বছর ৩৮-এর ওই যুবক বিপদে ফেললেন নিজের পরিবারকেও। তার করোনা পজিটিভ তো এসেছিলই, এবার একসঙ্গে তিন জনের করোনা পজিটিভ মিলল তাঁর পরিবারে। বালিগঞ্জের করোনা আক্রান্ত তরুণের বাবা, মা-ই শুধু নন, তাঁর বাড়ির পরিচারিকার করোনা রিপোর্ট এল পজিটিভ।
প্রসঙ্গত, বালিগঞ্জের ওই যুবক ১৩ মার্চ লন্ডন থেকে আরও দুই বন্ধুর সাথে ভারতে ফিরে আসেন। দিল্লি বিমানবন্দরে দেড় ঘন্টা ছিলেন তিনি। তার সঙ্গে আরও দুই বন্ধু ছিলেন পাঞ্জাব এবং ছত্তিশগড়ের, যাদেরও পরে রিপোর্ট আসে পজিটিভ।
হাসপাতাল সুত্রের খবর, এই তরুণ কলকাতায় ফেরার পর তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু তিনি নিয়ম মানেননি বলে অভিযোগ। আচমকা অসুস্থতা বাড়ায় লালারসের নমুনা পরীক্ষা করতেই দেখা যায়, নমুনা পজিটিভ। সঙ্গে সঙ্গে তাঁর বাবা মা, ভাই, পরিচারিকা, দাদু, ঠাকুমাকেও সঙ্গে সঙ্গে কোয়ারান্টাইনে রাখা হয়। কিন্তু শারীরিক অসুস্থতা বাড়ছিল তাদেরও। সন্দেহ হওয়ায় বাকিদের করোনা পরীক্ষা করামাত্রই রিপোর্ট আসে আরও তিন জনের পজিটিভ।
অভিযোগ, বালিগঞ্জের ওই যুবক ফিরে এসে আবাসনে বন্ধুদের সঙ্গে, পাড়ার চায়ের দোকানে যান। এমনকি বাবার বাথরুম ফিটিংসের দুটি দোকান কালীঘাটে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে এবং ১৪০ নম্বর এসপি মুখার্জি রোডে পারিবারিক দোকানেও পর পর দু’দিন যান ওই তরুণ। ফলে একদিকে যেমন ক্রেতা ও কর্মীদের সংস্পর্শে আসেন, তেমনই সংস্পর্শে আসেন আবাসনের বাসিন্দাদেরও। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এবং এবার পরিবারের আরও ৩ জন পজিটিভ আক্রান্ত হওয়ার পর আরও আতঙ্ক ছড়িয়েছে ওই আবাসনে।