মালদা লাগোয়া বাংলাদেশে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি ২, মালদায় বাড়ানো হল আইসোলেশন ওয়ার্ড

আমাদের ভারত, মালদা, ১৪ মার্চ: মালদা জেলার ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুজনকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরেই শুরু হয়েছে করোনা আশঙ্কা জেলাজুড়ে। বিদেশ থেকে আসা ৭ জন ব্যক্তিকে অবজারভেশনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মালদা লাগোয়া বাংলাদেশে করোনা আক্রান্ত সন্দেহে দু’জনকে হাসপাতালে ভর্তি করার খবরে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে করোনা আতঙ্ক। এই পরিস্থিতিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে নতুন আরও একটি আইসোলেশন ওয়ার্ড। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা শাসকের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও জেলায় কেউ করোনা আক্রান্ত নয় বলে দাবি করেছেন, মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র। স্বাস্থ্য দপ্তরে নির্দেশের পর ৮ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ওয়ার্ডে সাতজন জ্বর নিয়ে ভর্তি হন। যাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।

মালদা মেডিকেল কলেজের সুপার অমিত দাঁ জানান, ওই ওয়ার্ডটি পর্যাপ্ত নয়। সেই কারণেই আরও একটি নতুন ওয়ার্ড খোলা হচ্ছে। যে ওয়ার্ডে ৫০টি বেড থাকবে। পঁয়ত্রিশটি থাকবে পুরুষদের জন্য এবং ১৫টি মহিলাদের জন্য। জেলা শাসকের সাথে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের সুপার।

যদিও করণা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে দাবি মালদা জেলা শাসক রাজর্ষি মিত্রের। তিনি আরো বলেন, মালদার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী আন্তর্জাতিক স্থলবন্দর মহদিপুর দিয়ে বাংলাদেশ থেকে আশা ব্যক্তিদের স্ক্রিনিং চলছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here