কসবার নস্করহাটে কারখানার মেঝেতে রক্ত দেখে চাঞ্চল্য, বেপাত্তা লাশ

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৯ মার্চ: আচমকা কারখানার সিমেন্টের মেঝে থেকে রক্ত বেরোতে দেখে চাঞ্চল্য ছড়াল কসবার নস্করহাট এলাকায়। বৃহস্পতিবার দুপুরে কসবার নস্করহাটে লোকনাথ মন্দিরের কাছে সিমেন্টের মেঝেতে দেখা যায়, প্রচুর পরিমাণ চাপ চাপ রক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, যে কারখানার সিমেন্টের মেঝে থেকে রক্ত বেরোচ্ছিল, সেখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম তৈরি হয়। এ দিন কারখানাটি খোলা ছিল। কারখানার কর্মীরাই প্রথম দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ এসে সকলের সামনে অনেকটা মাটি খুঁড়েও কোনও দেহের হদিশ পায়নি। সেক্ষেত্রে দেহ অন্য জায়গায় ফেলা হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here