উত্তর দিনাজপুরে ভোটের দেওয়াল লিখনে অন্যদের থেকে এগিয়ে গেল বিজেপি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ ডিসেম্বর: রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা হয়নি, হয়নি প্রার্থীপদের নাম ঘোষনাও কিন্তু নির্বাচনী প্রস্তুতি হিসেবে দেওয়াল লিখন শুরু করে দিল পদ্ম শিবির। রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করে নির্বাচনী প্রস্তুতি হিসেবে ভোটের দেওয়াল লিখনের উদ্বোধন করে দিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। দলীয় কার্যকর্তা ও কর্মীদের নিয়ে বিজেপির পক্ষে ভোটের আবেদন নিয়ে দেওয়াল লিখন শুরু করে কিছুটা হলেও বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে রইলো বিজেপি।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়ে “আর নয় অন্যায়” এই স্লোগান লিখে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। নির্বাচনের দিনক্ষন বা দলের প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি, কিন্তু বাংলা দখলের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। আর সেই লক্ষ্যেই দলের নির্বাচনী কাজ আগে থেকেই শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় শুরু হল বিধানসভা নির্বাচনের বিজেপির দেওয়াল লিখন। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে সুশাসনের সরকার গড়তে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দেওয়া হল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here