পুরভোটের লক্ষ্যে এবার ‘জাগো বাংলা’য় কটাক্ষ গেরুয়া শিবিরকে

রাজেন রায়, কলকাতা, ৫ ডিসেম্বর: দলীয় মুখপত্রে একের পর এক রাজনৈতিক দলকে আক্রমণ করেছে জোড়া ফুল শিবির। কখনো তাদের আক্রমণের লক্ষ্য কংগ্রেস, আবার কখনো সিপিএম। কখনো বলা হয়েছে ডিপ ফ্রিজে কংগ্রেস আবার কখনো বলা হয়েছে জাদুঘরে সিপিএম। এবার জাগো বাংলা’য় কটাক্ষের মুখে গেরুয়া শিবির। 

“সাম্প্রদায়িকতার বীজ বাংলার ভূমিতে পোঁতার চেষ্টা করে চলেছে গেরুয়া শিবির”, সম্পাদকীয়তে এভাবেই বিজেপির সমালোচনা করেছে তৃণমূল। তীব্র কটাক্ষ করে আরও বক্তব্য, “বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষ। ১৯ ডিসেম্বর তার পুনরাবৃত্তি হবে।”

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বিজেপি আমাদের মুখ্য প্রতিপক্ষ। ওরা আদ্যন্ত সাম্প্রদায়িক দল। নীতিগতভাবে আমরা তাদের বিরুদ্ধে। ওদের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। পুরভোটেও তাই হবে।” 

বিজেপির তরফে শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কী বলল তাতে কিছু যায় আসে না। সাধারণ মানুষ বোঝেন কারা সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। সাম্প্রদায়িকতার অভিযোগ নিয়েই রাজনীতিতে বিজেপি নিজেকে প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে জনভিত্তি তৈরি করেছে বিজেপি। তৃণমূলের কথায় বিজেপির চলার পথ প্রভাবিত হবে না।” তবে দলীয় মুখপাত্র নিয়ে লেখা তৃণমূল কর্মীদের মনোবল যে বাড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *