সাথী দাস, পুরুলিয়া, ১১ ফেব্রুয়ারি: বদল প্রার্থী পিছু ৩০ লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ করে হাটে হাঁড়ি ভাঙ্গলেন তৃণমূল নেতা বিমান সরকার। খোদ জেলা সাধারণ সম্পাদকের এই অভিযোগে আলোড়ন পড়ে গিয়েছে জেলায়।
তিনি অভিযোগ করেন, মোটা টাকার বিনিময়ে রাতারাতি টিকিট বিক্রি করা হয়েছে। তাঁর অভিযোগ, পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে। পৌর নির্বাচনের মুখে এভাবে দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলে অভিযোগ করলেন খোদ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকার। একই অভিযোগ করেছেন, পুরুলিয়া শহর তৃণমূল যুব সভাপতি গৌরব সিং।
প্রার্থী তালিকায় নাম থাকার পরেও দলীয় প্রতীক না দিয়ে পুরুলিয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের রাতারাতি প্রার্থী বদলের ঘটনায় তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে ব্যাপক গোষ্ঠীকোন্দল। ঘটনায় নির্বাচনের মুখে অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, “যদি কিছু ক্ষোভ থাকে তা আমাদের বলতে পারতেন। এইভাবে মিথ্যাচার করা ঠিক হয়নি তাঁর। তাঁর মনে রাখা উচিৎ ছিল যে তিনি একজন দায়িত্বশীল পদাধিকারী।”