
চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: অসম সরকার আর বিজেপিকে জবাব দিতে এবার কামাক্ষ্যা মন্দির ওড়ানোর ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, স্বাধীন আলফা জঙ্গিগোষ্ঠীর নেতা পরেশ বড়ুয়ার সঙ্গে মুসলিম জঙ্গি সংগঠন জেএমবি ঘনিষ্ঠ ‘হরকত-উল-মুজাহিদিন’-এর হামলা চালানোর ব্যাপারে কথা হয়েছে। সম্প্রতি, মোদি সরকারের বিদেশনীতির সাফল্যের কারণে বিশ্বের নানা দেশ পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন স্বাধীন আলফা গোষ্ঠীকে সাহায্য করা বন্ধ করে দিয়েছিল। এই পরিস্থিতিতে ভারতে সিএএ, এনপিআর এবং এনআরসি চালু হয়েছে। যা ফের বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা গোষ্ঠীর সাহায্য পাওয়ার পথকেই সুগম করে তুলেছে। আর এই সূত্র ধরেই, ভারতে জঙ্গিপনা চালানোর জন্য পরেশ বড়ুয়ার ওপর চাপও বেড়েছে বলেই গোয়েন্দা সূত্রের খবর।
গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, এই পরিস্থিতিতে জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা যোগাযোগ করেছে কলকাতায় আমেরিকান সেন্টারে জঙ্গি হামলার জন্য কুখ্যাত আসিফ রাজা কমান্ডো ফোর্সের সদস্যদের সঙ্গে। কারণ, নতুনভাবে সক্রিয় হয়ে ওঠা আসিফ রাজা কমান্ডো ফোর্সের পশ্চিমবঙ্গে হামলা চালানোরও অভিজ্ঞতা রয়েছে। অসমেও প্রচুর মুসলিম বাঙালি রয়েছে। হামলা চালানোর জন্য তাদের থেকে সাহায্য মিলতে পারে, সেকথা ভেবে ওই জঙ্গিদের নাশকতার জন্য বাছা হয়েছে। শুধু তাই নয়, এই কমান্ডো ফোর্সে অনেক শিক্ষিত জঙ্গিও রয়েছে।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই জঙ্গি সংগঠনের লোকজন হামলার ছক তৈরি করতে আসাম-সহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়েছে। জঙ্গি হিসেবে যাতে সন্দেহ না-হয়, এজন্য এই দলে মহিলার পাশাপাশি শিশুকেও নেওয়া হয়েছে। যাতে তা পরিবারের চেহারা পায়। এই জঙ্গিদের কামাক্ষ্যা মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পারলে, ভক্ত সেজে কামাক্ষ্যা মন্দির ঘুরে দেখার নির্দেশও দেওয়া হয়েছে বলেই জানতে পেরেছেন গোয়েন্দারা।
সূত্র মারফত গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, এই জঙ্গিগোষ্ঠীর সদস্যরা সম্প্রতি দফায় দফায় নানা কারণ দেখিয়ে বাংলাদেশে ঘুরে এসেছেন। আর, সেখানে বসেই কামাক্ষ্যা মন্দিরে হামলার ছক কষা হয়েছে। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, জঙ্গিরা আশায় ছিল, সম্প্রতি হওয়া ঢাকা পুরসভা-সহ বিভিন্ন নির্বাচনে আওয়ামি লিগের হার হবে। কারণ, তেমনটা হলে তাদের নাশকতার কাজে সুবিধা হত। কিন্তু, তেমনটা না-হওয়ায় তারা কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়েছে।