সাঁকরাইলে গরু বোঝাই লরি উল্টে মৃত এক, আহত ৫

আমাদের ভারত, হাওড়া, ২৪ নভেম্বর: গরু বোঝাই লরি উল্টে মৃত্যু হল একজনের। এই ঘটনায় লরিতে থাকা বেশ কয়েকটি গরুরও মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে সাঁকরাইলের কান্দুয়া খাঁ পাড়ায়। মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ গরু বোঝাই লরিটি কলকাতা অভিমুখে যাওয়ার সময় খাঁ পাড়ার কাছে লরিটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় লরির উপরে থাকা বেশ কয়েকজন যুবক ও লরিতে থাকা গরু নীচে চাপা পড়ে। ঘটনার পরেই সাঁকরাইল পাঁচলা থানার পুলিশ, দমকলের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়। লরির নীচে চাপা পড়া যুবকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে, এছাড়া ১০/১৫ টি গরু মারা গেছে।

এদিকে দূর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ রাস্তা থেকে লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here