রায়গঞ্জে প্রাচীন মুদ্রার খোঁজ, কুড়িয়ে নিল শিশুরা, উদ্ধারে নামল পুলিশ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ মার্চ: সাত সকালে রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকা থেকে উদ্ধার হল প্রাচীন আমলের মুদ্রা। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, সবগুলিই রুপোর তৈরী।

জানা যায়, এই এলাকায় চলছে সেতু নির্মানের কাজ। সেকারনে পার্শ্ববর্তী পালপাড়া এলাকা থেকে মাটি কেটে তা এনে নির্মীয়মাণ সেতুর ধার বরাবর ফেলছেন শ্রমিকরা। এদিন মাটি ফেলার পর ধুলো এড়াতে পাম্প দিয়ে সেখানে জল ছেটানো হয়। আর তারপরই ঐ মাটি থেকে উদ্ধার হয় একটি ভাঁড়। আঘাত লেগে ভাঁড়টি ভেঙ্গে যেতেই ছড়িয়ে পড়ে প্রচুর মুদ্রা। কয়েনগুলির মধ্যে খোদাই রয়েছে ১৮৬২ থেকে ১৯১৬ সালের সময়সীমা।

প্রথমে স্থানীয় শিশুরাই সেই কয়েনগুলি কুড়োতে শুরু করে। খবর জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় জমান। অনেকেই এই প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক বিভাগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় রায়গঞ্জ থানার পুলিশ। মুদ্রাগুলো উদ্ধারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here