অমানবিক! বস্তায় ভরে ৭টি কুকুরছানাকে আগুনে পুড়িয়ে হত্যা, চাঞ্চল্য সোদপুরে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ ফেব্রুয়ারি: ৭টি কুকুরছানাকে একটি বস্তায় ঢুকিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুর বাজারে রেল লাইন সংলগ্ন এলাকায়।

স্থানীয় পশুপ্রেমী শুভজিৎ দাসের নজরে আসে এই ঘটনা। তিনি অভিযোগ করেন, কুকুরছানাগুলিকে পুড়িয়ে মারা হয়েছে। তবে কে বা কারা এই পৈশাচিক কান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। শুভজিৎবাবু তাঁর এক বন্ধুর কাছ থেকে খবর পান, কেউ বা কারা বেশ কয়েকটি কয়েকটি কুকুরছানাকে বস্তায় ঢুকিয়ে তাদের আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। তবে কোনও কারণ বশত একটি কুকুরছানা অগ্নিদগ্ধ অবস্থায় বস্তার বাইরে বেরিয়ে পড়ায় বেঁচে যায়। তাকে শুভজিৎবাবু উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করেন। বাকিগুলো মৃত অবস্থায় পড়ে রয়েছে সোদপুর সাইডিং বাজার সংলগ্ন অঞ্চলে।

এই ধরনের ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করেছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এই বিষয়ে পশুপ্রেমী শুভজিৎ দাস সারমেয় হত্যাকারীদের শনাক্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here