শ্রীরামপুরে ২৮ কোটি টাকা খরচে তৈরি হল নুতন ঝাঁ চকচকে রাস্তা

আমাদের ভারত, হুগলী, ২৮ জুন: প্রায় ২৮ কোটি টাকা খরচে তৈরি হল নুতন ঝাঁ চকচকে রাস্তা। উদ্বোধন করলেন শ্রীরামপুরের সংসদ কলাণ বন্দোপাধায়। রবিবার এই রাস্তার উদ্বোধন করতে এসে শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দোপাধায় জানান বহু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই রাস্তার কাজ শেষ করতে হয়েছে। তবে এলাকার বাসিন্দারা কথা দিয়েছিলেন রাস্তার কাজ ভালো করে করা দরকার, এর জন্য আমাদের জমি দিতে হয় তাও দেব।

শ্রীরামপুর জি টি রোড ও দিল্লি রোডের সংযোগকারী এই ব্যস্ত রাস্তা বহু বছর ধরেই খারাপ হয়েছিল। বড় লরি থেকে ছোট গাড়ি যাওয়ার এই রাস্তার হাল এতটাই খারাপ ছিল যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটে গত দু বছরে। বাসিন্দাদের অবরোধ বিক্ষোভ সত্বেও কাজ চালু করা যাচ্ছিল না দিল্লি রোডে তারকেশ্বর রেল লাইনে ব্রিজ বন্ধ থাকার কারনে। শেষ অবধি লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে জোর কদমে শুরু হয় রাস্তার কাজ। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারেরও কড়া সমালোচনা করেন সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *