গত ২৪ ঘন্টায় কেউ নতুন করে করোনা আক্রান্ত হননি এ রাজ্যে

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৫ মার্চ: গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি পশ্চিমবঙ্গে। বুধবার এক বুলেটিন জারি করে এমনটাই জানাল স্বাস্থ্য ভবন। এখনো পর্যন্ত নাই সাইডে ২৪৪ জনের নমুনা পাঠানো হয়েছে তার মধ্যে ২৩৩ জন এর রিপোর্ট এসেছে নেগেটিভ। শহরে ৯ জন করোনা আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের, বেঁচে রয়েছেন ৮ জন। এখনো দু’জনের রিপোর্ট আসা বাকি।

বুধবার বুলেটিন প্রকাশ করে স্বাস্থ্য ভবন জানায়, এখনও পর্যন্ত ২৪৪ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২৩৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনও পর্যন্ত ৯ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়েছে। আরও দু’জনের রিপোর্ট আসা এখনও বাকি আছে। যাঁরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ২৪ ঘণ্টা তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

২৭ হাজার ১০৭ জনকে করোনা সংক্রামিত দেশ থেকে আসার পর চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৮১৮ জনের ১৪ দিন অর্থাৎ নজরদারির সময়সীমা পেরিয়ে গিয়েছে। ২১৭ জন আইসোলেশনে রয়েছেন। বাকি ২৫ হাজার ৭২ জনকে এখনও বাড়িতে নজরদারির মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে, সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ করেছে স্বাস্থ্য ভবন ওই বুলেটিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *