জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৩ নভেম্বর: ২০২১ বিধানসভা ভোটের আগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে তৃণমূলের ঘরে ভাঙল ধরাল বিজেপি। সোমবার গোপীবল্লভপুর ২নং ব্লকের বাহারুনাতে বিজেপির একটি দলীয় অনুষ্ঠান হয়, সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে ওই এলাকার ৩০০ টি পরিবারl তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপথি, সাধারণ সম্পাদক অবনী ঘোষ।
তৃণমূলের ঝাড়্গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু জানিয়েছেন, যে পরিবারগুলি বিজেপিতে যোগদান করেছে বলে দাবি করা হচ্ছে তারা তৃণমূলের সমর্থক ছিলেন নাl অন্য কোনও দলের হয়ে থাকতে পারে।