ভার্চুয়াল সভায় অমিত শাহের কাছে রাজ্যের পুলিশ কর্তাদের নামে নালিশ জানালেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন: অমিত শাহর কাছে বঙ্গের পুলিশ কর্তাদের নামে নালিশ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার অমিত শাহর ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বক্তব্য রাখার মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলার পুলিশ কর্তাদের নামে নালিশ জানান মেদিনীপুরের সাংসদ।

করোনা পরিস্থিতিতে বাংলায় দলের কর্মীরা কিভাবে লড়াই করছেন তার বর্ননা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন তিনি। দিলীপ ঘোষ, বলেন বাংলায় দুর্গত মানুষদের কাছে দলের সাংসদের ত্রাণ পৌছাতে দিচ্ছে না পুলিশ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, লকেট চ্যাটার্জি, সুকান্ত মজুমদার, ড: জয়েন্ত রায় সব সাংসদকে দুর্গত মানুষের সেবা করতে বাধা দিচ্ছে পুলিশ। সাংসদ, বিধায়কদের বাড়ির সামনে গিয়ে পুলিশ বসে থাকছে। আমাদের জনপ্রতিনিধিদের বাড়ির থেকে বার হওয়ার সুযোগ দিচ্ছে না পুলিশ। কিন্তুু পুলিশ দিয়েও বঙ্গ বিজেপির কর্মীদের মানুষের কাছে পৌছানো আটকানো যায়নি বলে অমিত শাহকে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন আমাদের দলের কর্মীরা হাঁটু জল নিয়েই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছে। ৩৫ লক্ষ মানুষকে দলের কর্মীরা আনাজপাতি দিয়েছেন। লকডাউনে মোট ২০ লক্ষ মানুষকে রান্না করা খাবার দিয়েছেন। দলের কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে। দলীয় কর্মীদের ভুঁয়ো মামলা দিচ্ছে
রাজ্যের পুলিশ বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
যদিও বঙ্গে বিজেপির অগ্রগতি আটকাতে পারবে না বলে দিল্লির কেন্দ্রীয় নেতাদের আশ্বস্ত করেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *