নিম্নচাপের জেরে শীতেই ঘোর বর্ষা, জাঁকিয়ে ফিরছে শীত

আমাদের ভারত, কলকাতা, ৩ জানুয়ারি: শীতেই নেমে এল ঘোর বর্ষা। নতুন বছরে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, বর্ধমান, দুই চব্বিশ পরগণা সহ উত্তরবঙ্গেও। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে কিছু জেলায়। শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায়।

তবে শুক্রবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও শনিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই রাজ্যের পাশাপাশি সিকিমেও তুষারপাতের সম্ভাবনা জারি রয়েছে।

এর আগে গত সপ্তাহেই বৃষ্টি হয়েছিল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সেই বৃষ্টি থেমে যাওয়ার পরই জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল বঙ্গে। তখনই হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল ফের বৃষ্টি হতে পারে বঙ্গে, এবং সেই বৃষ্টি এই সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শেষে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here