পরিবর্তনের বছরে কালীঘাটে ফুটতে পারে পদ্ম, বললেন দিলীপ ঘোষ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ জানুয়ারি:
পরিবর্তনের বছরে কালীঘাটে ফুটতে পারে পদ্ম! বুধবার কলকাতার রিজেন্ট পার্কে চা–চক্রে এই কথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কালীঘাটে পদ্ম ফোটানোর কথা কয়েক দিন আগেই বলেছে আমাদের নেতা শুভেন্দু অধিকারী। তবে কোথায় কি চলছে আমি জানি না। অসম্ভব কিছু নয়। বর্তমানে যা চলছে তাতে সবকিছুই সম্ভব বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি বিজেপিতে যোগদান করতে পারেন। সেই প্রসঙ্গেই এদিন দিলীপ ঘোষ বলেন, রাজনীতিতে সবকিছুই সম্ভব। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। যদি এব্যাপারে রাজ্যের শাসক দল অনেক আগেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে তৃণমূল। কিন্তু সেই জল্পনা আজ দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে গিয়ে আরও একবার খুঁচিয়ে তুললেন দিলীপ ঘোষ। তৃণমূলকে কটাক্ষের সুরে তিনি বলেন, পরিবর্তনের বছরে অনেক কিছুই হতে পারে। রাজ্যের অনেক নেতা-মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। সময় যত যাবে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

আগামী ৩০ জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত ধরে অনেক নেতা, মন্ত্রী বিজেপিতে যোগদান করতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বেসুরো হয়েছেন। বালির বিধায়ক বৈশাখী ব্যানার্জিও বেসুরো। লক্ষ্মীরতন শুক্ল মন্ত্রীত্ব ও দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি দল ছাড়তে পারে বলে চলছে জল্পনা। সেই জল্পনার মধ্যে রিজেন্ট পার্কে চা-চক্র কর্মসূচিতে যোগদান করে তা আরও বাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here