আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: অনলাইনে স্কুল চললেও শিক্ষক, পড়ুয়া থেকে অভিভাবক সকলেরই এখন প্রশ্ন কবে থেকে স্কুল খুলবে? রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার জানিয়ে দিলেন ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন ধাপে ধাপে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে তাদের। আপাতত নবম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে যাবে।
কোভিড বিধি মেনেই স্কুল খোলা হবে। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ ক্লাস হবে। প্র্যাক্টিক্যাল ক্লাস ও হবে। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের ক্লাসে পাঠাতে অভিভাবকের অনুমতি প্রয়োজন।
শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত এখন স্কুল খোলার কোন ভাবনা চিন্তা নেই তাদের। কারণ সারা দেশে করোনা সংক্রমনের হার কমলেও তা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই সর্তকতা অবলম্বন করে চলতে হবে। যে যে স্কুল খোলা হবে ইতিমধ্যেই তার স্যানিটাইজেশন শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রী আগেই জানিয়েছিলেন অতিমারি পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা বিবেচনা করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ভাগ ভাগ করে পড়ুয়াদের স্কুলে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা করার কথা বলেছেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর জন্য একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। এরপর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মতামত জানা হবে। তবে কোন স্কুল যদি খুলতে না চায় তাহলে তাদের জোর করা হবে না বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংগঠন সরকারের কাছে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানিয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বুধবার রাজ্য পরিচালিত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে বলে জানা গেছে।