পশ্চিম মেদিনীপুরে ক্রমশ করোনা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা

জে মাহাতো, মেদিনীপুর, ২০ জুলাই: একের পর এক  আধিকারিকদের সংক্রমণের খবরে জেলায় আশঙ্কা বাড়ছে। পুলিশ, স্বাস্থ্য কর্মী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে।

ডেবরার এক পোস্টমাস্টারের করোনা সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছেl পোস্টমাস্টার শুভেন্দু মাইতির তিন দিনের জ্বরে শনিবার মৃত্যু হয়েছিল। ঐদিন রাতে নমুনা সংগ্রহের জন্য ডেবরা থানার বাকলসা সেবকরাম গ্রামের বাড়ি থেকে তাঁর মৃতদেহ মেদিনীপুরে নিয়ে আসা হয়েছিলl রবিবার গভীর রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে তার করোনা সংক্রমণ হয়েছিল বলে উল্লেখ করা হয়েছেl

শুভেন্দুবাবু পাঁশকুড়া এলাকার প্রতাপপুর ডাকঘরে যোগ দেওয়ার দুদিন পর অসুস্থ হয়ে পড়েন। বাড়তে থাকে শ্বাসকষ্ট। পাশাপাশি কোনও এম্বুলেন্স না পেয়ে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। শুভেন্দুবাবুর যৌথ পরিবারের দশ জন সদস্যের সকলেই জ্বরে আক্রান্তl পরিবারের সদস্য ছাড়াও ওই পোস্ট মাস্টারের সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন চিকিৎসকসহ তেইশ জনের নমুনা সংগ্রহ করা হয়েছেl সরকারি নিয়ম অনুযায়ী সোমবার প্রশাসনের পক্ষ থেকে  খড়্গপুরের  মন্দিরতলা  শশান ঘাটে তাঁর মৃতদেহ সৎকার করা হয়েছেl

রবিবার রাতে করোনা পজিটিভ এসেছে কেশিয়াড়ির বিডিও সৌগত রায়ের। বুধবার কলকাতা থেকে ফেরার পর তিনি অসুস্থতা বোধ করেন এবং অফিসে  না গিয়ে কোয়ার্টারে ছিলেন। জ্বর, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ চূড়ান্ত রূপ নিলে বেলদা গ্রামীণ হাসপাতাল গিয়ে নমুনা দেন l মেদিনীপুর মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। সোমবার তাঁকে শালবনি করোনা হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছেl

এর আগে শনিবার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও অভিষেক মিশ্রকে সংক্রমণের কারণে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছেl

করোনায় আক্রান্ত হয়েছেন কমিউনিটি হেলথ অফিসার শ্রাবণী জানা। তিনি মেদিনীপুর থেকে বদলি হয়ে কেশিয়াড়ি যাওয়ার সময় নমুনা দিয়ে গেছিলেনl

এদিকে শুক্রবার মেদিনীপুর শহরের বল্লভপুরের সাতান্ন বছর বয়সী যে প্রাক্তন সেনা আধিকারিকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে তাঁর মেয়েরও পজিটিভ উল্লেখ করা হয়েছে। সোমবার বল্লভপুরের ওই এলাকা গণ্ডিবদ্ধ করেছে পুলিশ প্রশাসন।

অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সমস্ত এলাকা থেকেই করোনা আক্রান্তের খবর আসছেl শনিবার পাঁশকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মঞ্জুরী বিবির জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন রাত সাড়ে দশটা নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয়l কাউন্সিলরের মৃত্যু  ঘিরে পাঁশকুড়া শহরে আতঙ্ক ছড়িয়েছে যদিও  করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে কিনা সেই রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নিl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *