বাউড়িয়ায় ৫০ শয্যার সেফ হোমের উদ্বোধন

আমাদের ভারত, হাওড়া, ৭ আগস্ট: উপসর্গহীন করোনা আক্রান্ত মানুষদের জন্য উলুবেড়িয়া পুরসভার ১১ নং ওয়ার্ডের বাউড়িয়া আইটিআইতে ৫০ শয্যার একটি সেফ হোম চালু করল উলুবেড়িয়া পুরসভা। শুক্রবার এই সেফ হোমটির উদ্বোধন করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দোপাধ্যায়, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, পুলিশের আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের কর্তারা।

এদিন অভয় দাস জানান, পুর এলাকায় বসবাসকারী উপসর্গহীন করোনা আক্রান্ত মানুষদের এই সেফ হোমে রাখার পাশাপাশি তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেফ হোমে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে উলুবেড়িয়ার
ইএসআই হাসপাতালে এবং প্রয়োজনবোধে ফুলেশ্বরের বেসরকারি কোভিড হাসপাতালে ভর্তি করা হবে।

প্রসঙ্গত, এর আগে প্রতিটি ব্লকে এইধরনের সেফ হোম তৈরি করার পর এবার পুর এলাকায় এই সেফ হোম তৈরি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *