নতুন বছরের আগে ইসলামপুরে অসহায় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন পৌর প্রশাসকের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর: নতুন বছরের কয়েকদিন আগে ইসলামপুরের অসহায় মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করল ইসলামপুর পৌরসভা। পৌরসভার এই উদ্যোগে খুশী অসহায় মানুষরা।

পরিবার থেকে বিতারিত হয়ে অসংখ্য মানুষ রাস্তার ধারে, ষ্টেশনে কিংবা দোকানদের সামনে কোনওক্রমে দিন কাটান। শীত, গ্রীষ্ম, বর্ষায় অসহায় মানুষরা কোনওক্রমে দিন কাটান। ইসলামপুর পৌরসভা এই সমস্ত ভবঘুরেদের জন্য আশ্রয়স্থল তৈরী করার পরিকল্পনা নেন। ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড দুর্গানগর এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে এই আশ্র‍য়স্থল তৈরী করলেন। এই আশ্রয়স্থলে ৫০টি বেড রাখা হয়েছে। আজ সেই আশ্রয়স্থলের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন ইসলামপুরের পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। উদ্বোধনের পর কানাইয়ালাল আগরওয়াল জানান, ইসলামপুরে ভবঘুরেদের জন্য এই আশ্রয়স্থল তৈরী করা হয়েছে। ৫০ বেডের এই আশ্রয়স্থল তৈরী করা হলেও আপাতত ১০টি বেড চালু করে এই আশ্রয়স্থল চালু হল। আশ্রয়স্থলে দ্বিতীল ও তৃতল তলে যেতে সিড়ির ব্যবস্থা থাকলেও লিফটের ব্যবস্থা করা হয়নি। বৃদ্ধ এবং বৃদ্ধারা সিড়ি বেয়ে তাদের উপড়ে ওঠতে বেশ সমস্যায় পড়বেন। সেই কারণে ইঞ্জিনিয়ারিং সংস্থাকে লিফটের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে। এই ঠান্ডায় বৃদ্ধ, বৃদ্ধারা যাতে সমস্যায় না পড়েন তার জন্য গিজারের ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। মহিলাদের জন্য দুটি আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। ভবঘুরেরা এই আশ্রয়স্থলে থাকলে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন।

দুর্গানগরের বাসিন্দা চন্দনা মন্ডল জানান, ভবঘুরেদের এই আশ্রয়স্থল হওয়ায় খুব ভাল হল। শীত, গ্রীষ্ম, বর্ষায় ভবঘুরেদের চরম সমস্যায় পড়তে হয়। এই আশ্রয়স্থলে দুঃস্থ অসহায় মানুষরা এলে তাদের কষ্ট অনেকটা দূর হবে।

বিহারের বাসিন্দা রাম চন্দন ইসলামপুর বাস ষ্ট্যান্ডে থেকে ভিক্ষাবৃত্তি করে কোনওক্রমে দিন গুজরান করে। দীর্ঘ তিনমাস যাবদ এই বাসষ্ট্যান্ডে থাকতেন। আজ এই আশ্র‍য়স্থলের দ্বারদঘাটনের সঙ্গে সঙ্গে ভবঘুরে রাম চন্দনকে সেখানে আনা হয়। ঝাঁ চকেচকে ঘরে আসার পর রাম চন্দন জানান, তিনি মৃত্যুকাল পর্যন্ত এখানেই থাকবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here