রেড ভলান্টিয়ারদের উদ্যোগে খড়্গপুরে আরও একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জুন: খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে ইন্দা কমলা কেবিন কেন্দ্রের পর আরও একটি জনস্বাস্থ্য পরিষেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল খড়গপুর শহরের ২৫ নং ওয়ার্ডে কৌশল্যার ভান্ডারী মারুতি শোরুমের বিপরীতে। এই সহায়তা কেন্দ্রে প্রতিদিন বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত বিনামূল্যে ব্লাড প্রেসার, থার্মাল স্ক্যানিং, পালস অক্সিমিটার ও ব্লাড সুগার পরীক্ষা করা হবে। এছাড়াও অক্সিজেন ও নেবুলাইজার পরিষেবাও পাওয়া যাবে।

কেন্দ্রটি উদ্বোধনের সময় সঙ্গীত পরিবেশন করেন প্রেমবাজার গণজাগরণ কণ্ঠের প্রতিনিধিরা। পরিষেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ডা: শুশীল কুমার মন্ডল, এমডি হোমিওপ্যাথি মেডিসিন ও অধ্যাপক, খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা: বর্ষা মুখার্জি, এমও সাউথ ইস্টান রেলওয়ে হাসপাতাল, ডা: অঞ্জন দন্ডপাঠ, হোমিওপ্যাথি মেডিসিন, খড়গপুর রেলওয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মী স্বাতী মুখার্জি, খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি রেড ভলান্টিয়ার্সের আহ্বায়ক সবুজ ঘোড়াই ও মানিকপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক রাখহরি পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহিনী মোহন মাইতি। সঞ্চালনা করেন গোপাল হরি বসু। বক্তব্য রাখেন সবুজ ঘোড়াই, সিদ্ধার্থ সেনগুপ্ত, রেড ভলান্টিয়ার্স ইন চার্জ, খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি, ডা: বর্ষা মুখার্জি, অধ্যাপক রাখহরি পাল এবং উদ্বোধক ডা: শুশীল কুমার মন্ডল। সভার সমাপ্তি ভাষণ দেন মোহিনী মোহন মাইতি। অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে রেড ভলান্টিয়ার্সের কাজে উৎসাহ দেওয়ার জন্য পিপিই কিট, গ্লাভস, মাস্ক ও আর্থিক সাহায্য প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *