জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুলাই: বৃহস্পতিবার শালবনি বিধানসভার চন্দ্রকোনা রোডে ডুমুরগেরিয়া এবং অগ্রীতে দুটি ঢালাই রাস্তার উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই রতন ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ।
এদিন মেদিনীপুর শহরে ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রণব বসু, সুকুমার পড়িয়া, সুজয় হাজরা, সুসময় মুখার্জি প্রাক্তন কাউন্সিলর লিপিকা পান্ডব, বিশ্বনাথ পাণ্ডব, প্রসেনজিৎ পান্ডব সহ ওয়ার্ডের কর্মী বৃন্দ।