
আমাদের ভারত, মালদা, ১৬ ফেব্রুয়ারি: ফারাক্কায় ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মান নতুন ফারাক্কা ব্যরেজের গার্ডার ভেঙ্গে বিপত্তি। ওই ঘটনায় মৃত দুই, আহত ৭। মৃত একজনের নাম শচীন প্রতাপ(৩০)।
আহতদের মধ্যে দুজনের পরিচয় জানাগেছে। একজনে নাম মুকেশ পান্ডে, বাড়ি দিল্লি। অন্যজনের নাম রঞ্জন কুমার মাহাত, বাড়ি বিহার ওরঙ্গবাদ। দুইজন আশঙ্কা অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া একজন গার্ডারে আটক রয়েছে।