বাজারের জায়গা দখল করে বিশ্বকর্মা পুজো স্থানীয় মস্তানদের, প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক ব্যবসায়ীদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ সেপ্টেম্বর : রায়গঞ্জ পুরসভার সরকারি বাজারের জায়গা দখল করে বিশ্বকর্মা পুজো স্থানীয় মস্তানদের। বাজারে দোকান খুলে ব্যাবসা করতে পারছেন না সবজি ও মাছ, মাংস ব্যাবসায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট এলাকায়।

অভিযোগ, ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মদতপুষ্ট মস্তানরাই সুপার মার্কেটের এই বাজার দখল করে বিশ্বকর্মা পুজো করার পাশাপাশি নিজেদের চারচাকার গাড়ি রেখে ছোট ছোট ব্যবসায়ীদের দোকান আটকে রেখেছে। পাশাপাশি ব্যাবসায়ীদের অভিযোগ, দিন আনি দিন খাই এই ছোট ছোট সবজি ও মাছের ব্যবসায়ীদের কাছে রীতিমতো হপ্তা আদায় করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। না দিলেই চলে অত্যাচার। বিষয়টি নিয়ে তাঁরা স্থানীয় কাউন্সিলরের কাছে দরবার করেও কোনও সুরাহা পাননি। দিনের পর দিন দুষ্কৃতীদের এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সুপার মার্কেটের এই বাজার বন্ধ করে আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ২০/২৫ বছর ধরে রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায় সুপার মার্কেটের পেছনে পুরসভার তৈরি বাজারে ব্যবসা করে আসছেন স্থানীয় সবজি ও মাছ, মাংসের ব্যবসায়ীরা। তুলসীতলা, রবীন্দ্রপল্লী, সেবকপল্লী এলাকার বাসিন্দারা এখান থেকেই তাদের নিত্যপ্রয়োজনীয় বাজার সারেন। বাজারের কোনও ব্যবসায়ীকেই কিছু না জানিয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধন বর্মনের অনুগামীরা বাজার দখল করে সেখানে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে। ফলে প্রতিদিনের ব্যবসায়ীরা দু’দিন ধরে রায়গঞ্জ পুরসভা নির্মিত এই বাজারে ব্যবসা করতে পারছেন না।

তাঁরা অভিযোগ করে বলেন, যখন তখন বাজার থেকে টাকা তোলা থেকে শুরু করে জবরদখল করে চলেছে স্থানীয় এই দুস্কৃতীরা। এরই প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সুপার মার্কেটের এই বাজার বন্ধ করে আন্দোলনে নামলেন ব্যাবসায়ীরা। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধন বর্মন জানিয়েছেন, এর আগেও ব্যবসায়ীদের কাছ থেকে অনেক অভিযোগ এসেছিল তা সমাধান করে দেওয়া হয়েছে। এবার এতবড় ঘটনা কিভাবে ঘটল তা তিনি খতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা নেবেন। বাজার যাতে ব্যবসায়ীরা বন্ধ না করেন সেজন্য যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *