নির্দল শীলাকে পুরপ্রধান, ঝালদায় বাজিমাত কংগ্রেসের

সাথী দাস, পুরুলিয়া, ১৭ জানুয়ারি: উচ্চ আদালতের নির্দেশে ঝালদা পৌরসভায় পৌরপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জি। হাইকোর্টের নির্দেশে পৌর প্রধান নির্বাচন হয়েছে নিয়ম মেনে। জেলা শাসকের তত্ত্বাবধানে আজ বিকেল চারটেয় পুরসভা কার্যালয়ে শপথ নেন তিনি।

আজ এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা। এই কথা জানালেন ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল ও ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। এই বিষয়ে তাঁরা বলেন, গতকাল ১৬ জানুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশে গণতান্ত্রিকভাবে পৌর প্রধান নির্বাচন হয়েছে। তার রায় দিয়ে আজ পৌর প্রধান শপথ গ্রহণের নির্দেশ দেন। বিকেল ৪ টে নাগাদ পৌর প্রধান হিসাবে শপথ নিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চ্যাটার্জি। হাইকোর্টের এই রায়ে আমরা যথেষ্ট খুশি কংগ্রেস নেতা ও কর্মীরা। পৌরবাসীর যেসব উন্নয়নমূলক কাজ বাকি আছে তা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব বলে জানান উচ্ছ্বসিত শীলা।

এই প্রথম ঝালদা পৌরসভায় মহিলা পৌর প্রধান হিসাবে শপথ নিলেন শিলা চ্যাটার্জি। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে নিলেন শপথের মধ্য দিয়ে ঝালদা পৌরসভা দখল করল কংগ্রেস। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে কংগ্রেস করল বোর্ড গঠন হল। বোর্ড হাত ছাড়া নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার। ফোনে সাড়া না দিয়ে দায়িত্ব এড়িয়ে গেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে তৃণমূল পৌর বোর্ডের বিরুদ্ধে কংগ্রেস ডাক দেয় অনাস্থার। চলতে থাকে দুই দলের আইনি লড়াই। গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রায় দিয়ে নামায ১৬ জানুয়ারি করতে হবে পৌর প্রধান নির্বাচন। নজরদারি করবেন জেলাশাসক। সমস্ত প্রক্রিয়ার করতে হবে ভিডিওগ্রাফি। কোটের নির্দেশ মত প্রক্রিয়া সম্পূর্ণ করে ভিডিওগ্রাফি জমা দেওয়া হয় হাইকোর্টে। আজ সেই ভিডিওগ্রাফি দেখার পর হাইকোর্ট রায় দেন সংখ্যা গরিষ্ঠ কংগ্রেস পৌর প্রধান হিসেবে যাকে নির্বাচন করেছেন সেই শীলা চ্যাটার্জিকে দিতে হবে শপথ পাঠ। সেই অনুযায়ী আজ বিকাল ৪ ঘটিকায় ঝালদা মহকুমা শাসক রিতম ঝাঁ শপথ পাঠ করান পৌর প্রধান হিসাবে তিন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জিকে।

ব্যান্ড পার্টি নিয়ে কংগ্রেসের বিজয় মিছিল হয় ঝালদায়। চলে মিষ্টি মুখ। ঝালদা পুরসভার বোর্ড গঠন হয় দলের। কার্যত আইনি লড়াইয়ে পরাজিত হয় শাসক তৃণমূল, জয়ী হয় কংগ্রেস। তাই পুরুলিয়া শহরে উৎসবের রেশ দেখা গিয়েছে কংগ্রেসের। কংগ্রেস নেতা কর্মীদের উল্লাস দেখা গিয়েছে পুরুলিয়া শহরের টাক্সি স্ট্যান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *