মোদী-মরিসন বৈঠকে চুড়ান্ত হল সামরিক চুক্তি, পরস্পরের সামরিক ঘাঁটি ব্যবহার করবে ভারত- অষ্ট্রেলিয়া

আমাদের ভারত, ৪ জুন: যদি প্রয়োজন পড়ে তাহলে পরস্পরের সেনাঘাঁটি ব্যবহার করবে ভারত অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল সামিটে এই ঐতিহাসিক সামরিক চুক্তি চূড়ান্ত হয়েছে। এর ফলে ইন্দো-প্যাসিফিক সামরিক শক্তি বিনিময়ের পথ প্রশস্ত হয়ে গেল বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।


ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বৈঠকে লজিস্টিক সাপোর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চিনের অর্থনীতি, সীমান্তে সেনার কার্যকলাপ বৃদ্ধির সঙ্গে লড়াই চালাতে এই ধরনের সামরিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও করেছে ভারত।

গত বছর ডিসেম্বরেই এই চুক্তির পটভূমি তৈরি করেছিল ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের সচিব পর্যায়ের বৈঠকে। এদিন মোদী ও মরিসনের বৈঠকে তা চূড়ান্ত হলো।

এই সামরিক চুক্তি ছাড়াও এই বৈঠকে করোনা ভাইরাসের মতো অতি মহামারী, সাইবার সিকিউরিটি ও বাণিজ্যিক আদান প্রদান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকের পর মোদী টুইট করে লিখেছেন, বৈঠকে তাদের মধ্যে দারুন আলোচনা হয়েছে। এরফলে ভারত ও অস্ট্রেলিয়া তে এক নতুন দিগন্ত খুলে গেল। এদিনের বৈঠকে স্বাস্থ্য, ব্যবসা ও সামরিক ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here