বরফ সম্ভবত গলছে! দ্রুত হবে পরবর্তী সেনা বৈঠক, সহমত ভারত-চিন

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখা থেকে দ্রুত ও সম্পূর্ণ সেনা প্রত্যাহারের লক্ষ্যে ফের বৈঠকে বসতে সহমত হলো ভারত ও চীন সেনাবাহিনী। গত ৭ মাস ধরে লাদাখ সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দু’দেশের সেনা। তবে অবশেষে গরফ হয়তো গলতে চলেছে। ভারত ও চিন নিজেদের মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রের খবর।

সাত মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ উত্তপ্ত হয়ে রয়েছে। উভয় দেশই লাগাতার নিজেদের সেনা মোতায়েন করে চলেছে আর নিজেদের শক্তি প্রদর্শন করে চলেছে। ফলে এযাবতকালে সরগরম রয়েছে এলএসি। কিন্তু নতুন বছরের আগেই দু’দেশের মধ্যে এই যুদ্ধ যুদ্ধ মনোভাবের কিছুটা হলেও পরিবর্তন এসেছে। বিদেশ মন্ত্রকের তরফে অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, দুই তরফের আলোচনার মাধ্যমে বোঝাপড়ার উন্নতি ঘটাবে। তবে পরবর্তী কর্মসূচি এখনো অব্দি ঠিক হয়নি। নভেম্বর মাসে উভয় পক্ষ শেষবার আলোচনায় বসে ছিল।
৮ মাস ধরে দু’দেশের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা এবার হয়তো কিছুটা হলেও তাশান্ত হতে চলেছে।

শ্রীবাস্তব জানান, ভারত-চীন সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় ওয়ার্কিং মেকানিজম বৈঠক কিছুদিন আগেই হয়েছিল। নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে দু’দেশই দ্রুত নবম বৈঠকে বসতে সহমত পোষণ করেছে। প্রটোকল মেনেই স্থিতাবস্থা ও শান্তি ফেরাতে চায় দুদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *