আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে গেল ভারত, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যাও

আমাদের ভারত, ৬ জুন :লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে গেল ভারত। উদ্বেগ বাড়চ্ছে মৃতের সংখ্যা বৃদ্ধিও। দেশে করোনা আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৬৫৬ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৯৪২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭২ জন‌। আর মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের। শেষ ২৪ ঘন্টায় দেশে করণা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ২৯৪ জনের। এখনো পর্যন্ত দেশে এটাই সর্বোচ্চ রেকর্ড।

আক্রান্তের সংখ্যার নিরিখে এবার চিন ও ইতালিকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেনের পরেই রয়েছে ভারত। ইতালিতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী শুক্রবার এর তুলনায় শনিবার দেশে করোনায় সুস্থ হওয়ার হারও খানিকটা কমেছে। শুক্রবারে হাট ছিল ৪৮.২৭ শনিবার তা হয়েছে ৪৮.২০।

সারাদেশে আক্রান্ত,সুস্থ হওয়া এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার ও এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৪৯ জনের। দিল্লি ও গুজরাট মিলিয়ে আক্রান্তের সংখ্যা এক লাখ পেরিয়েছে। রাজস্থানে আক্রান্ত ৯ হাজারের ওপর।

মৃত্যু সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। এর পরেই রয়েছে দিল্লি। ওড়িশাতেও নতুন করে আক্রান্ত ১৭৩ জন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here