আত্মনির্ভর মিশন! এবার অন্য দেশকে মিশাইল বিক্রি করবে ভারত

আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: বলা যেতে পারে আত্মনির্ভর ভারত মিশনে বড় সাফল্য দেশের। ভারত এবার অন্য দেশকে আকাশ মিসাইল বিক্রি করবে। বন্ধু দেশকে আকাশ মিশাইল বিক্রি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে মোদী মন্ত্রীসভা। সরকার আশা করছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে ভারত ৫ বিলিয়ন ডলার আয় হতে পারে।

গত দেড় মাস ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে ভারত। একইসঙ্গে গত কয়েক বছরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ক্রমেই আত্মনির্ভর হয়েছে ভারত। দেশীয় প্রযুক্তিতে ভারত তৈরি করেছে আকাশ মিসাইল। এবার সেই ক্ষেপণাস্ত্র বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই মিসাইলের পাল্লা ২৫ কিলোমিটার। ২০১৪ সালেই এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বায়ুসেনা অন্তর্ভুক্ত করে। ২০১৫ সালে ইন্ডিয়ান আর্মির হাতে এটি তুলে দেওয়া হয়। এরপরই ভারতের একাধিক প্রতিবেশী দেশ এটি কেনার ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছিল। এই বিষয়টির কথা মাথায় রেখেই আকাশ মিসাইল রপ্তানিতে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটি নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

তবে ভারতীয় বায়ুসেনা বর্তমানে আকাশ মিসাইলের যে মডেল ব্যবহার করে সেটি রপ্তানি করা হবে না। এর জন্য তৈরি হবে অন্য একটি মডেল।

কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানান, আত্মনির্ভর ভারত মিশনের আওতায় এখন ক্ষেপণাস্ত্র সহ একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে ভারত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আকাশ ক্ষেপণাস্ত্ররপ্তানি করার সিদ্ধান্ত হয়েছে। বন্ধু দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে ৫ বিলিয়ন ডলার আয়ের আশা করছে ভারত। যেসব দেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রয়েছে সেইসব দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনাথ বলেছেন, মন্ত্রীসভার এই সিদ্ধান্ত ভারতকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সহোযোগিতা করবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here