“ভারত এখনই হিন্দু রাষ্ট্র, ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের প্রয়োজন নেই,” দাবি আরএসএস নেতার

আমাদের ভারত, ১৫ মার্চ: ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করার প্রয়োজন নেই, ভারত এখনই হিন্দু রাষ্ট্র। এমনই দাবি করেছেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেল।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান এজেন্ডা হিন্দুত্ব, সেটা নতুন করে বলার কিছু নেই। এর আগে আরএসএস এর প্রধান মোহন ভাগবত বারবার হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন। এবার সেই সুরে সুর মিলিয়েই দত্তাত্রেয় বললেন হিন্দুত্ব আসলে একটা সাংস্কৃতিক ধারণা। এটা কোনো থিওরি নয়। তাঁর দাবি, রাষ্ট্র ও দেশ দুটি আলাদা বিষয়। দেশ গঠিত হয় সংবিধান মেনে। কিন্তু রাষ্ট্র একেবারেই একটি সাংস্কৃতিক ধারণা। আর সেই ধারণা অনুযায়ী ভারত হিন্দু রাষ্ট্র। তাই আলাদা করে ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করা দরকার নেই।

দত্তাত্রেয় আরও বলেন, হিন্দুত্ব একটি ধারণা, আর সারা বিশ্বে হিন্দুত্ব একমাত্র এমন মত যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে। হাজার হাজার বছর ধরে দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু। প্রতিটি ভারতীয়র ডিএনএ নাকি একই, এমন দাবি আগেই করেছেন আরএসএস প্রধান ভাগবত। এবার সেই কথাই বললেন দত্তাত্রেয়।

অন্যদিকে ব্রিটেনে দাঁড়িয়ে মোদী সরকারের সমালোচনা করায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর মতে, যারা দেশটাকে জেলখানায় পরিণত করেছিল তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার আর নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here