অর্থনীতিবিদের আমলে ১০ম আর চা-ওয়ালার আমলে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, মনমোহনের সাথে নিজের তুলনা মোদীর

আমাদের ভারত, ২৯ নভেম্বর: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন ছিলেন একজন অর্থনীতিবিদ। তার আমলে ভারতীয় অর্থনীতি বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি হয়েছিল। কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন একজন চা ওয়ালা। বর্তমানে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। সোমবার রাজকোটে গুজরাট বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এই ভাবেই নিজের সাথে কংগ্রেস আমলের তুলনা করলেন প্রধানমন্ত্রী।

গুজরাট ১৮২ বিধানসভা আসনের মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৮৯ টি আসনে। ১ ডিসেম্বর প্রথম দফার ভোট। তাই রাজকোটে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে নিজের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শাসনের আমলে তুলনা টেনে বোঝালেন কি ভাবে তার আমলে দেশের উন্নয়ন এগিয়েছে। মোদী বলেন, “২০১৪ সালে আমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে ১০ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। ২০০৪ সালে যখন নামি অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী হন তখন ভারত ছিল বিশ্বের ১১ তম অর্থনীতি। পরবর্তী ১০ বছরের কাজের ভিত্তিতে দশম বৃহত্তম অর্থনীতি হয় ভারত।” মোদী বলেন, নিজেকে অর্থনীতিবিদ মনে করেন না তিনি দেশবাসীর শক্তিকে বিশ্বাস করেন। তিনি বলেন, “২০১৪ সালে এক চাওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা। আমি কখনো নিজেকে অর্থনীতিবিদ হিসেবে দাবি করিনি। কিন্তু দেশবাসীর শক্তির উপর আস্থা রেখে যে গত ৮ বছরে দশম স্থান থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।”

তিনি বলেন, তাহলে আপনারাই তুলনা করুন ১০ বছরের ১১ থেকে ১০ম স্থানে পৌঁছানো আর আট বছরে ১০ম থেকে ৫ম স্থানে পৌঁছানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *