ভারতবর্ষ আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে: পীরজাদা ত্বহা সিদ্দিকী

রাজেন রায়, কলকাতা, ২২ জুন: চিনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বললেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, চিন-পাকিস্তান-আমেরিকা বুঝি না, ভারতবর্ষ যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে, এমনটাই মন্তব্য করলেন ফুরফুরা দরবার শরিফের মুখ্য নির্দেশক।

চিন যেভাবে ভারতীয় সেনাদের আঘাত করেছে এবং তাঁদের আক্রমণে যেভাবে ভারতীয় সেনাদের মৃত্যুবরণ করতে হয়েছে, তাতে ক্ষুব্ধ ত্বহা সিদ্দিকী ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

তিনি নিহত জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বলেন, ‘লড়াইয়ে সাধারণ মানুষের প্রয়োজন পড়লে ভারতের সেনাদের সঙ্গে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু যেভাবে আমাদের বীরদের জীবন দিতে হয়েছে তাতে আমি মর্মাহত, এটা বেদনাদায়ক ঘটনা।’

আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছি, যেসব সেনা চিনের হামলায় দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও একজনকে চাকরি দিক কেন্দ্রীয় সরকার। যে সেনাদের জন্য ভারতের ১৩২ কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারি, যারা শীতে, বর্ষায়, গরমে আমাদের জন্য কষ্ট করে, তাদের জন্য আমাদের ত্যাগ দরকার। সেনাদের জন্য এবং সেনাদের পরিবারের বিষয়ে আমাদের ভাবতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা এই নিয়ে আর্জি জানাচ্ছি

ত্বহা সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দেন, ‘এই দেশের এক ইঞ্চি জমি কাউকে নিতে দেওয়া হবে না। আমি চিন বুঝি না, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, যে ভারতের ওপর হামলা করবে, এদেশের জমি কেড়ে নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন পড়লে ভারতীয় সেনারা চাইলে আমরাও সঙ্গে থাকবো। দেশের প্রশ্নে কোনও রাজনীতি চলবে না। আগে দেশ, পরে রাজনীতি। আমাদের এতগুলো সেনাকে কেন প্রাণ দিতে হল, কেন সীমান্ত নিয়ে চিন উত্তেজনা ছড়াচ্ছে, কেন্দ্রীয় সরকার জবাব নিক।’ আরও সুর চড়িয়ে তিনি বলেন, ‘ভারতের শত্রুদের জেনে রাখা উচিত, আমরা কারও চোখ রাঙানিকে ভয় পায় না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবো, চিনের বিষয়টি নিয়ে পদক্ষেপ নিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *