অস্টেলিয়ার সামনে ৩০৩ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত

আমাদের ভারত, ২ ডিসেম্বর:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০২ রান তুললো ভারত। অধিনায়ক বিরাট কোহলি ৬৩ রান করেন৷ শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ৭৬ বলে ঝোড়ো অপরাজিত ৯২ ও রবীন্দ্র জাদেজার অপরাজিত ৫০ বলে ৬৬ রান অস্টেলিয়ার সামনে ৩০৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয়।

পরপর দুটি ম্যাচ হেরে এমনিতেই ওয়ানডে সিরিজে হেরে গেছে ব্রিগেড কোহলি। কিন্তু ৩-০ তে যাতে হোয়াইট ওয়াশ হতে না হয় সেই লক্ষ্যেই নামে কোহলিরা।এদিন টস জেতার পরে কোহলি দলকে উদবুদ্ধ করতে বলেন খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজের আরো উন্নতি করতে হবে। তাদের লক্ষ্যই ছিল এদিন প্রথম ব্যাট করে বেশি রান তুলে অস্ট্রেলিয়াকে চাপে রাখা।
প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের সামনে রানের পাহাড় খাড়া করেছিল। সিডনির মতো ওভালের ক্যানবেরায় হাই স্কোরিং ম্যাচ হতে পারে বলে প্রথম থেকেই আন্দাজ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে বলা হয়েছিল পিচে ঘাস ও হালকা ফাটল না থাকায় ব্যাটিং সহায়ক উইকেট। উইকেটে টিকে থাকলে বড় রান আসতে পারে। সেই কাজটাই এদিন করে দেখিয়েছে কোহলি, পান্ডিয়া, জাদেজারা। বিশেষ করে হার্দিক পান্ডিয়া ও জাদেজা। পান্ডিয়া ৭৬ বলে ৭ টা চার ও একটা ছয়ের সাহায্যে ৯২ রান তোলেন। জাদেজার ৫০ বলে ৬৬ রানে ছিল ৫ টি চার ও ৩ টে ছয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১৬ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here