আমাদের ভারত, হাওড়া, ১৯ জুন: চীন আগে যা করেছে করেছে, এখন যেন ভুলে না যায় ভারতের প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী। যদি চীন বেশি বাড়াবাড়ি করে তাহলে ভারত তার প্রতুত্তর দিয়ে বুঝিয়ে দেবে ভারত কি করতে পারে। শুক্রবার উলুবেড়িয়ার পূর্ব কালীনগর বাজারে বিজেপি আয়োজিত শহিদ জওয়ানদের স্মৃতি তর্পন করতে গিয়ে চীনকে এভাবেই হুশিয়ারি দেন বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়। এদিন বিকালের এই অনুষ্ঠানে বিজেপি নেতারা শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পার্ঘ নিবেদন করার পাশাপাশি চীনের ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে চীনের প্রেসিডেন্টের কুশ পুতুল দাহ করে।
এদিন জয় বলেন, চীন যেন এখন ভুলে না যায় এখন কূটনৈতিক, সামরিক, আর্থিক, রাজনৈতিক ভাবে ভারত এখন আগের থেকে অনেক সমৃদ্ধ। চীন এখন শুধু ভারতের শত্রু নয় মানব জাতির শত্রু। সেই কারণে এই দেশটার প্রতি সকলের মনে বিদ্বেষ জন্মেছে। আর সেই কারণে দেশকে যারা ভালোবাসে তারা চীনের দ্রব্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।এদিন জয় অভিযোগ করেন, চীন কোভিড আবিষ্কার করে চেয়েছিল বিশ্বে বায়োলজিক্যাল যুদ্ধ করতে, কিন্তু দুভার্গ্যবশত তাদের পাপ তাদেরকেই ভোগ করতে হয়েছে এবং আগামীদিনেও ভোগ করতে হবে।